Classification of Survey Research Method রিসার্চ শিক্ষা by খাতুনে জান্নাত আশা - August 22, 2021August 22, 20210 Classifying Survey Research Method রেসপন্ডেন্টদের সাথে যোগাযোগের ভিত্তিতে সার্ভে রিসার্চকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয়। যেমনঃ পার্সোনাল ইন্টারভিউ, টেলিফোন ইন্টারভিউ, মেইল সার্ভে, ইন্টারনেট সার্ভে ইত্যাদি। এই লেখায় গঠন এবং টাইম ফ্রেম এর ভিত্তিতে সার্ভে রিসার্চ এর বর্ণনা করছি। Structured/ Unstructured and Disguised/Undisguised Questionnaires Structured Question: এ ধরনের কুয়েশ্চন প্যাটার্নে রেসপন্ডেন্টদের জন্য লিমিট সেট করা থাকে যে, কারা কারা রেসপন্স করতে পারবে, কি ধরনের প্রশ্ন করা হবে এবং প্রশ্নের উত্তরে কয়েকটা অপশন দেয়া থাকে, যার বাইরে কিছু বলার বা লেখার সুযোগ থাকে না। যেমনঃ প্রশ্নঃ (রেসপন্ডেন্ট এর বয়স) উত্তরঃ ১) ১৮ বছরের নীচে, ২) ১৮-৩৫, ৩) ৩৫ বছরের বেশি। এখান থেকেই উত্তর সিলেক্ট করতে হবে। এক্সাক্ট বয়স উল্লেখ করার উপায় কিন্তু নেই। আবার যাদের বয়স এই ৩ অপশনের ভেতরে পরে না, তারা রেসপন্ডেন্ট হতেই পারবে না। Unstructured Question: এই ধরনের কুয়েশ্চন প্যাটার্নে কোনো