ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী জামদানী তাঁত আরিফা মডেল ই-কমার্স বিজনেস সংবাদ by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 2, 20210 খাতুনে জান্নাত আশা, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, টেকজুম টিভি// জামদানী আমাদের ঐতিহ্য সংস্কৃতির অন্যতম ধারক এবং বাহক, একে আদি ঢাকাই মসলিনের উত্তরাধিকারী বলা যায়। মানে হারিয়ে যাওয়া মসলিনের কারিগরদের বংশধরদের হাত ধরেই এর জন্ম হয়েছিল নারায়নগঞ্জের রূপগঞ্জে। তবে এই জামদানী কি শুধু শীতলক্ষ্যা তীরবর্তী নারায়নগঞ্জেই উৎপন্ন হয়! তাই তো আসলে জানি আমরা, তবে এটা জানিনা নারায়নগঞ্জ ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে এই ঐতিহ্যবাহী জামদানীর তাঁত! দেশের নানা প্রান্ত থেকে বেকার যুবকরা কাজ শিখতে নারায়ণগঞ্জ যায় এবং দক্ষ হয়ে নিজ এলাকায় এসে অনেকে নিজস্ব তাঁতের মাধ্যমে সমৃদ্ধ করছে এই শিল্প কে। বৃহত্তর ময়মনসিংহ বিভাগের তিন অঞ্চলে রয়েছে জামদানী তাঁত- ময়মনসিংহ জেলার নান্দাইলে, শেরপুর জেলার চরশেরপুর ইউনিয়নে এবং জামালপুর জেলার বকশিগঞ্জে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার জামদানী তাঁতঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি বাজার থেকে অর্ধ কি.মি. দূরে