কিশোর ক্লাসিক- দ্য লাস্ট অব দ্য মোহিকান্স বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 14, 20210 কিশোর ক্লাসিক- দ্য লাস্ট অব দ্য মোহিকান্স জেমস ফেনিমোর কুপার 1750 এর দশকের শেষের দিকের কথা। ফরাসী এবং ব্রিটিশদের মাঝে “নিউ ওয়ার্ল্ড” কে কেন্দ্র করে যুদ্ধ বেঁধেছে। ইংরেজ সেনাবাহিনী কর্নেল মুনরোর নেতৃত্বে ব্রিটিশ ফাঁড়ি ফোর্ট উইলিয়াম হেনরি আক্রমণ করছে। মুনরোর কন্যা অ্যালিস এবং কোরা তাদের বাবার সাথে দেখা করতে ফোর্ট এডওয়ার্ড থেকে রওয়ানা হয়েছিল মেজর হাওয়ার্ডের সাথে। বিপজ্জনক বনাঞ্চল পাড়ি দিচ্ছিল তারা লে রেনার্ড নামক এক ইন্ডিয়ান গাইডের নির্দেশনায়। পথে তাদের সাথে দেখা হলো ডেভিড গামুত নামক একজন গানের শিক্ষকের সাথে। এগিয়ে চলতে লাগল তারা ঘন বনের মধ্য দিয়ে সতর্কতার সাথে। চলতে চলতে তাদের দেখা হয়ে যায় দুই ইন্ডিয়ান এক সময়ের মহান মহিকান উপজাতির একমাত্র জীবিত সদস্য চিংগুকের ছেলে হক আই এবং আনকাসের সাথে। ওদের গাইড তাদেরকে ইচ্ছা করে ভুল পথে পরিচালিত করে বিশ্বাসঘাতকতা করে।
কিশোর ক্লাসিক- দ্য লস্ট কিং বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - August 4, 20210 দ্য লস্ট কিং রাফায়েল সাবাতিনি ফরাসি বিপ্লবীদের হাতে বন্দি হলো রাজা লুই, রানী, রাজপুত্র আর রাজকন্যা। দীর্ঘ চার বছর কারাবাসের পর রাজার মৃত্যুদন্ড নিশ্চিত করল তারা, এবার রানীকেও মেরে ফেলার সুযোগ খুঁজতে লাগল। রাজাকে বিচারের আওতায় এনে মেরে ফেলা সহজ ছিল, কারন রাজা প্রজা স্বার্থবিরুধী কাজ অনেক করেছে। তবে রানীর যেহেতু শাসন কাজে কোনো হাত ছিল না, তাই তাকে শাস্তি দেয়াও সম্ভব হচ্ছিল না। কিন্তু বিপ্লবীরা অনড়, রানীর কোনো অপরাধ না থাকলেও তার উপর দোষ চাপিয়ে হলেও মারবে। সেই লক্ষ্যেই মাত্র নয় বছরের ছোট রাজপুত্রকে নেশাগ্রস্ত করে ওর মায়ের নামে আজে বাজে কথা তোতা পাখির বুলির মতো শিখিয়ে নিল। আর রাজপুত্র আদালতে নিজের মায়ের নামে তাকে শিখিয়ে দেয়া সেসব জঘন্য বুলি আওড়ালো। এই জবানবন্দিতেই রানীর মৃত্যুদন্ডও নিশ্চত করা হলো। কারাগারে রয়ে গেল শুধু রাজকন্যা আর রাজপুত্র। বিপ্লবীদের হাতে