কিশোর ক্লাসিক- “দ্য কাউন্ট অব মন্টিক্রিস্টো”- আলেকজান্ডার দ্যুমা বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 8, 2021September 8, 20211 যতগুলো ওয়েস্টার্ণ ক্লাসিক আমি পড়েছি, সবগুলোর ভীড়ে আলেকজান্ডার দ্যুমা'র "কাউন্ট অব মন্টিক্রিস্টো" অন্যতম সেরা ক্লাসিক গল্প হিসেবে থাকবে সারাজীবন। কিশোর ক্লাসিকগুলো আসলে আমার কাছে শুধু গল্প নয়, এগুলো লাইফ লেসন নেয়ার অন্যতম মাধ্যম। অনেক জীবন দর্শন উপলব্ধির সুযোগ করে দিয়েছিল আমাকে এই কিশোর ক্লাসিক গল্পটি। এই সামারি রিভিউটা পড়ে আশা করছি প্রায় অনেকখানিই বুঝতে পারবেন আপনারাও। ভালো লাগবে এবং পুরো বইটাই আবার পড়ার আকাঙ্ক্ষা জাগবে। "কাউন্ট অব মন্টিক্রিস্টো" আলেকজান্ডার দ্যুমা এই গল্পের শুরুর কয়েকটা পর্ব পড়ার পর হঠাৎ খুব বিষন্নতায় পেয়ে বসেছিল আমাকে, কোনোভাবেই চোখের জল আটকে রাখতে পারছিলাম না আমি। বাধ্য হয়ে পড়া থামিয়ে কিছু সময় জানালার ধারে বসে আকাশ পানে তাকিয়ে অঝোরে চোখের জল ফেলছিলাম। কি যে শূন্য লাগছিল ভেতরটা বোঝাতে পারব না। দুঃখের গল্প তো আরও পড়েছি, এতোটা ইমোশনাল হয়ে