Methods of Sampling- Probability Sampling Blog রিসার্চ by খাতুনে জান্নাত আশা - August 15, 2021August 15, 20212 Categories of Sampling Techniques প্রধানত স্যাম্পলিং টেকনিককে দুই ভাগে ভাগ করা হয় - 1)Probability Sampling 2) Non probability Sampling Probability Sampling এটা এমন একটা টেকনিক, যেখানে রিসার্চার একটা বিশাল পপুলেশনের মধ্য থেকে স্টাটিস্টিকাল মেথডের মাধ্যমে স্যাম্পল বাছাই করে থাকে। একটা স্যাম্পলকে তখনই Probability স্যাম্পল বলা যাবে, যখন সেটা অবশ্যই Random Selection পদ্ধতিতে সিলেক্ট করা হবে। অর্থাৎ, প্রবাবিলিটি স্যাম্পলিং এর মূল শর্ত হল- এই পদ্ধতিতে পপুলেশনের অন্তর্ভুক্ত প্রত্যেকেরই সিলেক্ট হওয়ার সমান সম্ভাবনা থাকবে। যদি পপুলেশনে ১০০ জন মানুষ থাকে, তবে একদম ১ থেকে ১০০ পর্যন্ত প্রত্যেকেরই সমান সুযোগ স্যাম্পল হওয়ার জন্য এবং এই বাছাইকৃত স্যাম্পল সত্যিকার অর্থেই পুরো পপুলেশনকে রিপ্রেজেন্ট করবে। এই মেথডের মাধ্যমে স্যাম্পল বাছাই এর পর, তাদের রেসপন্স মেজার করা হয় এবং অভারঅল পপুলেশনের সাথে এর তুলনা করে দেখা হয়। Types of Probability Sampling: Probability Sampling কে মূলত চারটা ক্যাটাগরিতে ভাগ