কিশোর ক্লাসিক- সুইস ফ্যামিলি রবিনসন (Swiss Family Robinson) বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - August 29, 20211 "সুইস ফ্যামিলি রবিনসন" জোহান ওয়েস গল্পটি পড়ে আমার এই রবিনসন পরিবারটিকে খুব ভালো লেগেছিল। ৬ সদস্য বিশিষ্ট পরিবার- রবিনসন, তার স্ত্রী এলিজাবেথ, আর তাদের ৪ ছেলে। পরিবারটি জাহাজে করে সমুদ্র পাড়ি দিচ্ছিল। দুর্ভাগ্যবশত হঠাৎ তীব্র ঝড়ের কবলে পরে জাহাজটি প্রায় লন্ডবন্ড অবস্থায় গিয়ে পাহাড়ের এক ছোট্ট ডিবিতে ধাক্কা খায়৷ ভয় পেয়ে জাহাজের নাবিক সহ অন্যান্য যাত্রীরা এই পরিবারটিকে ফেলে রেখে নৌকায় করেই পাড়ি জমায় উত্তাল সমুদ্রে। এই দৃশ্য দেখে প্রথমে কিছুটা আতঙ্কিত হলেও দ্রুত নিজেকে সামলে নেয় রবিনসন। সে ভেবে খুশি হয় যে জাহাজটা যেভাবে আটকে আছে, এতে তারা অনেকটাই নিরাপদ এখন, ঝড়ের তান্ডব আস্তে আস্তে কমে গেলেই, সকালে সে তার পরিবার নিয়ে তীরের দিকে যেতে পারবে, দূরত্ব খুব বেশি নয়। এটা ভেবেই রবিনসন খুশি হয়ে গেলো আর ভাবল আগে কিছু খাওয়া দরকার। স্ত্রী এলিজাবেথ খাবারের