Types of Errors in Survey Research রিসার্চ শিক্ষা by খাতুনে জান্নাত আশা - August 19, 20211 Errors in Survey Research সার্ভে রিসার্চের ক্ষেত্রে কিছু ভুল থেকেই যায়। শতভাগ নির্ভুল এনালাইসিস করা সম্ভব হয় না বিভিন্ন কারণে, তবে সর্বোচ্চ নির্ভুল রেজাল্ট পাওয়ার চেষ্টা সব সময় থাকে এবং রিসার্চের শেষে একুরেসি মেজার করা হয় যে, কত পার্সেন্ট সঠিক রিসার্চ রেজাল্ট রিসার্চার বের করতে পেরেছে। প্রধানত রিসার্চ এর Survey Error কে দুই ভাগে ভাগ করা হয়। Random Sampling Error and Systematic Error ** Random Sampling Error: স্যাম্পল সাইজের উপর Random Sampling Error নির্ভর করে। স্যাম্পল সাইজ যত বেশি নেয়া হয়, ভুলের হার তত হ্রাস পায়। স্যাম্পল সাইজ সাধারণত ৪০০ এর কম নেয়া হলে তবে এই Error দেখা যায়। ৪০০ থেকে যত কম স্যাম্পল নেয়া হয় ভুলের হার তত বাড়ে এবং ৪০০ এর থেকে যত বেশি ধরা হয় ভুলের হার তত কমে যায়। ** Systematic