The Art of Innovation-by Guy Kawasaki মোটিভেশনাল by খাতুনে জান্নাত আশা - July 28, 2021August 2, 20210 A Motivational speech by Guy Kawasaki কাওয়াসাকি হলেন আমেরিকার বিখ্যাত একজন মার্কেটিং স্পেশালিষ্ট, লেখক, এবং সিলিকন ভ্যালির একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট। কোর্সেরায় কোর্স যারা করছেন তারা অবশ্যই ওনাকে আগে থেকেই চিনে থাকবেন, কারণ আমাদের প্রফেসর সব সময় ওনার উক্তিগুলো দিয়েই বেশির ভাগ টপিক ডিফাইন করে থাকেন। যাই হোক, উনার টেডেক্সে(Tedx) দেয়া এই স্পিচটি তে উনি যা বোঝাতে চেয়েছেন তাই আমি লিখছি। 1) Make Meaning: শুধু অর্থ কেন্দ্রিক চিন্তা না করে অর্থবহ কিছু ভাবতে হবে যা শুধু নিজের জন্য না, পুরো পৃথিবীটাই বদলে দিতে সাহায্য করবে। কোনো একটা পরিবর্তন আনার উদ্দেশ্যেই আপনাকে উদ্যোগ নিতে হবে, আর যখনই আপনি সেই পরিবর্তন টা আনতে পারবেন তখন তার সাথে কিন্তু অর্থও উপার্জন করতে পারবেন। কিন্তু যদি আপনার ইচ্ছাই থাকে শুধু টাকা উপার্জন, তবে হয়ত আপনি কোনো টাকাও উপার্জন