মৃৎশিল্পে আধুনিকায়ন এবং দেশের অর্থনীতিতে এর প্রভাব আরিফা মডেল ই-কমার্স বিজনেস সংবাদ by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 2, 20210 খাতুনে জান্নাত আশা, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, টেকজুম টিভি// হাজার বছরের বাঙালি সংস্কৃতির অন্যতম নিদর্শন মৃৎশিল্প। এটি শুধুমাত্র শিল্প নয়, আবহমান গ্রাম-বাংলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম জৌলুস ফুটে উঠে এর মাধ্যমেই। যাদের হাতের সুনিপুণ স্পর্শে কাদামাটিতে অপরূপ মাধুর্যমন্ডিত সব নকশার উদ্ভব হয়, তারাই কুমার বা পাল সম্প্রদায় বলে পরিচিত। এই মৃৎশিল্পিরা নিজ হাতে সামান্য মাটিকে বিভিন্ন চোখ ধাঁধানো পণ্যে রূপ দেন। ময়মনসিংহে এই মৃৎশিল্প বেশ সমৃদ্ধ বহুবছর ধরেই, কারণ এই জেলার বিভিন্ন অঞ্চলে রয়েছে পাল সম্প্রদায়ের বাস। ময়মনসিংহের সদর উপজেলার বলাশপুর এলাকায় বেশ কয়েকটি পাল পরিবার যুগযুগ ধরে মাটির পণ্য সামগ্রি তৈরি করে আসছে। ময়মনসিংহের চরাঞ্চলেও বেশ কিছু পরিবার এ শিল্পের সাথে জড়িত। এছাড়াও ত্রিশাল উপজেলার বইলর, কামারপাড়া, রাণীগজ্ঞ, বালিপাড়া এলাকায় শতাধিক পাল পরিবার এ শিল্পের মাধ্যমে জীবিকা নির্বাহ করে আসছে। মুক্তাগাছার সোনাগাঁও,