বিজনেস প্ল্যান (Business Plan) কেন জরুরী? Basic Knowledge বিজনেস by খাতুনে জান্নাত আশা - August 12, 2021August 12, 20212 সেদিন দুজন মাঝি মাছ বিক্রি করতে এসেছে। ছোট ছোট মাছ লাফাচ্ছে দেখে আমার আর তর সইলো না। হুট করেই বললাম একশ টাকার আমাকেও দেন। নিয়ে বাড়ি এসে মনে পড়লো আমার মা তো বাসায় নেই এই মাছ কাটবে কে!! ফলাফল স্বরূপ নাক মুখ বন্ধ করে সেই মাছ কাটলাম।মাছের গন্ধে বারবার বমি হচ্ছে আমার, যার কারণে আবার বমির ঔষধ ও খেতে হয়েছে। ছোট ছোট কাজিনরা বারবারই বলছিলো, সেজন্যই ভেবে কাজ করতে হয়। মোড়াল অব দ্য স্টোরি এটাই, যাই করি না কেন ভেবে করতে হবে। বিজনেস প্লেন নিয়ে লিখবো আজ তাই আমার পরিণতির গল্প বললাম। এখন বলবো বিজনেস প্ল্যান (Business Plan) নিয়ে। বিজনেস প্ল্যান (Business Plan) আমরা যেকোন কাজ করার শুরুতে ওই কাজকে ঘিরে যে চিন্তা গুলো করে থাকি তাই প্লান। বিজনেস প্ল্যান (Business Plan) বলতে একটি