রিসার্চ/থিসিস/গবেষণা কি? কিভাবে করব? রিসার্চ শিক্ষা by খাতুনে জান্নাত আশা - September 4, 2021September 4, 20212 রিসার্চ/গবেষণা নিয়ে লেখার উদ্দেশ্য যে কোনো বিষয় পড়ার পর যখন সেটা আমরা লিখতে যাই, তখন নিজের ভাষায় সেটাকে রূপ দিতে অনেক বেশি ভাবতে হয়। আর তা যদি অন্যকে বোঝানোর উদ্দেশ্যে লেখা হয়, তাহলে আরও গভীরভাবে সেটাকে উপলব্ধি করতে হয়। তারপর একটা গুছানো লেখা বেরিয়ে আসে, যা পড়ে যে কেউ বেসিক একটা আইডিয়া বিষয়টা সম্পর্কে নিতে পারে। প্রথমত ঠিক এই কারণেই আমি Digital Skills for Bangladesh এ রিসার্চ নিয়ে লিখতে শুরু করেছিলাম। লিখতে গিয়ে আমার আইডিয়াও ক্লিয়ার হচ্ছে, আবার যারা পড়ছে তারাও রিসার্চ, থিসিস বা গবেষণা নিয়ে জানতে পারছে। আর আমি যেহেতু শিক্ষক না, শিক্ষানবিশ একজন, তাই আমার লেখার ভাষা খুব সাধারণ, যা আমার মতো শিক্ষার্থীদের বোধগম্য হবে সহজেই। রিসার্চ নিয়ে ভালো ভাবে শিখতে হলে আপনাকে মাস্ট ইংরেজিতে পড়তে হবে। আপনি ইন্টারন্যাশনাল বইগুলোই পড়েন,
Methods of Sampling: Non Probability Sampling and Its Types রিসার্চ by খাতুনে জান্নাত আশা - August 17, 2021August 17, 20211 Methods of Sampling Non Probability Sampling Non Probability Sampling হল এমন একটা প্রসেস যার মাধ্যমে পপুলেশনের প্রত্যেকের স্যাম্পল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। বরং রিসার্চার এই প্রসেসে রেনডমলি স্যাম্পল সিলেক্ট না করে পার্সোনাল বুদ্ধি বিবেচনার প্রয়োগ করে, অবজার্ভেশনের মাধ্যমে স্বল্পসংখ্যক স্যাম্পল সিলেক্ট করে। রিসার্চার এর অভিজ্ঞতার উপর এর একুরেসি নির্ভর করে। সাধারণত Non Probability Sampling ব্যবহৃত হয় কোয়ালিটিটিভ রিসার্চ এর ক্ষেত্রে। স্পেসিফিকভাবে বলা যায়, যখন রিসার্চ এর জন্য কম সময় এবং বাজেট বরাদ্দ হয়, তখন Exploratory Research বা Pilot survey করতে এই Non Probability Sampling মেথড ব্যবহার করা হয়। Types of Non Probability Sampling Non Probability Sampling মেথডকে ৪টি ক্যাটাগরিতে ভাগ করা হয়। Convenience Sampling এই পদ্ধতির মাধ্যমে সবচেয়ে সহজে এভেইলেবল ব্যক্তিদেরকে স্যাম্পল হিসেবে সিলেক্ট করা হয়। অর্থাৎ যাদের কাছে সহজেই পৌঁছানো যাবে, সহজে এবং কম খরচে