মুভি রিভিউ – Million Dollar Baby (মিলিয়ন ডলার বেবি) Movie Review by খাতুনে জান্নাত আশা - October 3, 2021October 3, 20210 Million Dollar Baby (মিলিয়ন ডলার বেবি) ২০০৪ সালে অস্কারপ্রাপ্ত একটা বক্সিং স্পোর্টস মুভি এই Million Dollar Baby (মিলিয়ন ডলার বেবি), যার মূল চরিত্র একজন নারী বক্সার ম্যাগী, ট্রেইনার ফ্রাঙ্কি ডান আর ট্রেইনারের এসিস্ট্যান্ট এবং সবচেয়ে কাছের বন্ধু স্ক্র্যাপ আইরন। সাধারণত স্পোর্টস মুভিগুলোর শেষ হয় কেন্দ্রীয় চরিত্রগুলো বিজয়োল্লাসের মধ্য দিয়ে, কিন্তু এই মুভির গল্পটা সম্পূর্ণই ভিন্ন আঙ্গিকে তৈরী হয়েছে। স্পেশালি শেষ অর্ধাংশ মুভিটা নিয়ে পুরো চিন্তাভাবনাই বদলে দিয়েছিল। শুরুর দিকে সবকিছু বেশ পজিটিভ ভাইব দিয়ে যাচ্ছিল, তাই শেষটা নিজের মত করে কিছুটা ভেবে নিয়েছিলাম। আর তাই শেষাংসের টুইস্ট মারাত্মক আঘাত করেছিল আমার মনের উপর। তাই আমার কাছে এটা স্পোর্টস মুভি মনে না হয়ে, সাইকোলজিকাল গেইম টাইপের কিছু একটা মনে হয়েছে। যাই হোক, সামারাইজ করে আপনাদের গল্প সম্পর্কে আইডিয়া দেয়ার চেষ্টা করি। আর পাশাপাশি অবশ্যই