জিডিপি বিবেচনায়, দক্ষিণ কোরিয়া এশিয়ার ৪র্থ বৃহত্তম অর্থনীতি এবং সারাবিশ্বে তাদের অর্থনীতির অবস্থান ১০ম। কোরীয় যুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জনের পর দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিশেবে সারাবিশ্বের কাছেই দক্ষিণ কোরিয়া এক বিস্ময়কর নাম এবং আদর্শ। কীভাবে তারা এতো দ্রুত সমৃদ্ধি লাভ করেছে? উৎসটা কী ছিল? হ্যাঁ, দক্ষিণ কোরিয়া এক্ষেত্রে একটা ইউনিক স্ট্র্যাটেজি অনুসরণ করেছে, যাকে বলা হয় ‘সফট পাওয়ার‘। সফট পাওয়ারের মূলভিত্তি হলো, কোরিয়ান সংস্কৃতি, যাকে তারা নিজেদের শক্তিতে পরিণত করেছে। দক্ষিণ কোরিয়া বিশ্বের একমাত্র দেশ যারা ডেডিকেটেড ভাবে চেষ্টা করে যাচ্ছে সংস্কৃতি রপ্তানীতে বিশ্বের শীর্ষস্থানীয় হওয়ার জন্য। কোরিয়ান কালচারকে সফট পাওয়ার হিশেবে বিশ্বে প্রতিষ্ঠিত করার মেসেজটি প্রথম দিয়েছিলেন কোরিয়ার স্বাধীনতা আন্দোলনের নেতা এবং অস্থায়ী প্রেসিডেন্ট Kim Gu. তার উক্তিটা ( ১মার্চ, ১৯৪৮) এমন ছিল যে, “… আমি চাই আমাদের দেশ বিশ্বে সবচেয়ে সুন্দর হোক। এর দ্বারা আমি বোঝাচ্ছি না এটি