সরিষাবাড়িতে বিশ্বের প্রথম পাট পাতার পানীয় ‘চা’ কারখানা আরিফা মডেল ই-কমার্স জামালপুর বিজনেস ময়মনসিংহ বিভাগ সংবাদ by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 3, 20210 খাতুনে জান্নাত আশা, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, টেকজুম টিভি// পাটপাতার চা! বৃহত্তর ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার সরিষাবাড়িতে বেশ উন্নত জাতের পাট উৎপন্ন হয়। পাটের আবাদ এখানে বেশী হওয়ার ফলে এখানে বেশকিছু কোম্পানী পাট কল গড়ে তুলে। একসময় ইংরেজগণ সরাসরি এখানকার পাট নৌ পথে রপ্তানী করত। পাট শিল্পের সাথে জড়িত হয়ে বহু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হত। পাটশিল্প সমৃদ্ধ সরিষাবাড়ীতে ২২টি পাটের কুঠি ছিল। প্রায় ২২,০০০ বাইশ হাজার শ্রমিক পাটের কুঠিগুলোতে কর্মরত ছিল। বাংলাদেশের পাট ব্যবসায়ী কেন্দ্র হিসেবে নারায়নগঞ্জের পরই সরিষাবাড়ীর স্থান ছিল। আজ তা বিলুপ্তির পথে। ধীরে ধীরে অধিকাংশ পাটকল বন্ধ হয়ে যায়। পৌরসভা এলাকায় থাকা কয়েকটা পাট কারখানা বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে অর্ধ লক্ষাধিক শ্রমিক ও তাদের পরিবার। মুমূর্ষু অবস্থায় রয়েছে সাবেক এই পাটশিল্প নগর। তবে এই পরিস্থিতি বদলাবার সময় এসেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে