কিশোর ক্লাসিক- “এমা”- জেন অস্টেন বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 14, 20210 কিশোর ক্লাসিক- "এমা" জেন অস্টেন বইটির নামকরণ করা হয়েছে এর প্রধান চরিত্র "এমা'র নামে। এমা খুব স্ট্রং উইমেন পার্সোনালিটি। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হিসেবে অহংবোধটাও তার মাঝে বেশ পরিলক্ষিত হয়েছে, যা তাকে তার ক্লাস থেকে নীচু ক্লাসের লোকদের থেকে দূরে রেখেছে, অনেকটা আমাদের দেশের সমাজব্যবস্থার মতোই কিন্তু। আমাদের দেশেও যেমন বৈবাহিক ক্ষেত্রে সেইম ক্লাস, সেইম স্টেটাসের সম্বন্ধ খোঁজা হয়। উচ্চশ্রেণির ছেলেমেয়েরা মধ্যবিত্ত বা নিম্নশ্রেণীর ছেলেমেয়েদের সঙ্গ এড়িয়ে চলতে চায়। অনেকটা সেরকম মনোভাবই এমা তার ভেতরে পুষে রাখে। তাই নিজে সব সময় তার এলাকার কৃষক পরিবারের লোকদের সঙ্গ এড়িয়ে চলে এবং তার বান্ধবীটিকেও সেসব লোকদের এড়িয়ে চলতে উৎসাহিত করে, তাদের সঙ্গ থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে আনে। কৃষক পরিবারের ছেলেটা যথেষ্ট ভদ্রলোক, পার্সোনালিটি সম্পন্ন এবং তার বান্ধবীকে ভালোবেসে বিয়ের প্রস্তাব দেয়ার পরও, এমা ওকে রিজেক্ট করে দিতে প্ররোচিত করে। এমার