কিশোর ক্লাসিক – “দ্য কল অব দ্য ওয়াইল্ড”- জ্যাক লন্ডন বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 8, 20210 কিশোর ক্লাসিক - "দ্য কল অব দ্য ওয়াইল্ড" জ্যাক লন্ডন প্রানীকেন্দ্রীক চরিত্রের ভিত্তিতে লেখা পৃথিবীর শ্রেষ্ঠ কিশোর ক্লাসিক বলা হয় একে। ছোটদের কাছে এটা নেহাতই ‘বাক’ নামক একটা কুকুরের অভিজাত পরিবেশ থেকে বন্য হয়ে উঠার উপাখ্যান মনে হলেও, বড়দের কাছে একে একটা রূপক গল্প মনে হতে পারে, যেমনটা আমার মনে হয়েছে। প্রানী চরিত্রগুলোর আড়ালে যেন বিভিন্ন প্রকৃতির আর আচরণের মানুষগুলোকেই খুঁজে পেয়েছি আমি। ‘ডা জেকিল এবং মি হাইড’ গল্পের মতো এখানেও প্রানীচরিত্রের ভালো খারাপ দুইটা সত্ত্বার পরিচয় তুলে ধরার চেষ্টা করেছেন লেখক। ** বাক অভিজাত পরিবারে যেমন ছিল- বাকের জন্ম হয়েছিল এক অভিজাত পরিবারের বিরাট বাড়িতে, পুরো বাড়িতে তার একাধিপত্য ছিল। সেই অভিজাত পরিবেশ তাকে এতোটাই দাম্ভিক আর অহংকারী করে তুলেছিল যে, অন্য প্রানী তো বটেই মানুষকেও তার প্রজা ভাবত সে। পৃথিবীটা তার একটা বাড়িতেই