The Greatest Game Ever Played (মুভি রিভিউ)- মোটিভেশনাল Movie Review মোটিভেশনাল by খাতুনে জান্নাত আশা - October 14, 2021October 14, 20210 The Greatest Game Ever Played (Movie Review) এটি একটি গলফ স্পোর্টস মুভি, যা ২০০৫ সালে নির্মিত হয়েছিল। এই মুভির প্লট নেয়া হয়েছে ১৯১৩ সালের একটি সত্য ঘটনা থেকে, যার নায়ক আমেরিকার দরিদ্র পরিবারের অপেশাদার গলফ খেলোয়াড় ফ্রান্সিস উইমেট যে কিনা সেই সময়কার সেরা ব্রিটিশ খেলোয়াড় হ্যারি ভারডনকে পরাজিত করে ইউএস ওপেন জিতে ইতিহাস সৃষ্টি করেছিল। মোটেই সেই জয় খুব সহজে আসে নি ফ্রান্সিসের জন্য, ঠিক কতটা চ্যালেঞ্জিং ছিল সেটা তাই মুভির রিভিউ পড়তে পড়তে জানব আমরা। “গলফ ভদ্রলোকের খেলা” এমনই একটা মিথ প্রচলিত ছিল ইংল্যান্ড আমেরিকায়। আর এই ভদ্রলোক বলতে শুধু সমাজের উচ্চবিত্ত লোকদেরকেই বোঝাত, নিম্ন বা মধ্যবিত্ত শ্রেণীর লোকদেরকে গলফ খেলার উপযোগী ভাবা হত না। সেই সমাজব্যবস্থায়ই ফ্রান্সিস উইমেট জন্মেছিল নিম্নবিত্ত এক অভিবাসী পরিবারে আর গলফ খেলার প্রতি এক তীব্র ভালোবাসা নিয়ে