কিশোর ক্লাসিক- “ড. জেকিল ও মি. হাইড” বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - August 4, 2021August 4, 20211 লিখছি রবার্ট লুই স্টিভেনসনের লেখা "ড. জেকিল ও মি. হাইড" এর রিভিউ। প্রথমে বলে নেই, "Hyde Jekyll, Me" নামে একটা কোরিয়ান ড্রামা দেখেছিলাম। ড্রামার স্টোরি লাইন ছিল এমন একটা মানুষের মাঝে দুই সত্তার বসবাস। মানুষটা দিনে একরকম হয়ে যায়, রাতে আবার অন্যরকম, সম্পূর্ন ভিন্ন আচরণের দুই মানুষ। একটা চরিত্র চরম স্বার্থপর, কাপুরুষ আর আরেকটা সত্তা খুব বেশি অমায়িক আর পরোপকারী। তার দুইটা সত্তাই তাদের দুইটা চরিত্র সম্পর্কেই সচেতন ছিল, একজন আরেকজনকে ভাই বলে সম্বোধন করত। ড্রামার অনেকগুলো পর্ব পর্যন্ত অন্ধকারে ছিলাম পুরাই, ভেবেছিলাম বোধহয় জমজ ভাই। কিন্তু আশ্চর্য হয়েছিলাম আসল ব্যাপার জানতে পেরে। এটাকে একটা সাইকোলজিকাল প্রব্লেম হিসেবে দেখানো হয়েছিল সেখানে। তখন জানতাম না আমি যে রবার্ট স্টিভেনসনের মতো বিখ্যাত লেখক বহু বছর আগেই এমন একটা প্লট নিয়ে লিখে গেছেন। এখন বুঝতে পারছি এই "ড.