ই-লার্নিং(E-learning) কী? এটা কিভাবে কাজ করে? Basic Knowledge Blog প্রযুক্তি শিক্ষা by খাতুনে জান্নাত আশা - August 18, 2021August 18, 20210 ই-লার্নিং প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে আমরা আরামপ্রিয় হচ্ছি। সবকিছু সহজে পাওয়াতে অভ্যস্ত হচ্ছি। পড়াশোনা বা জ্ঞানার্জন ও তার ব্যতিক্রম নয়। ই-লার্নিং আমাদের দেই সহজলভ্য জ্ঞানার্জন এর মাধ্যম। ই-লার্নিং দ্বারা একপক্ষ শিখতে পারছে, আরেকপক্ষ শেখাতে পারছে। নিজে যা জানে তা, শেয়ার করতে পারছে অন্যদের সাথেও। এতে, উভয় পক্ষ একই ভাবে সুবিধা গুলো নিতে পারছে বিধায় ই-লার্নিং দিনের পর দিন জনপ্রিয়তার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। তাছাড়া, ই-লার্নিং নেয়া বা দেয়ার মধ্যে সুবিধা গুলো হলো অবকাঠামোগত ভাবে সম্পৃক্ত। সেগুলো নিয়ে একটু পরেই জানবো। তবে, এটা অস্বীকার করার কারণ নেই যে, বাংলাদেশে ই-লার্নিং গত ১ বছরে প্রায় আকাশ্চুম্বি জনপ্রিয়তা পেয়েছে। তাই, নিঃসন্দেহে বলা যায়, ই-লার্নিং এর মাধ্যমে সমস্যা সমাধানের চাহিদা যদি আমরা বিশ্বে অর্থের সাথে তুলনা করি তাহলে তা ২০২২ সালের মধ্যে ২৭৫ বিলিয়ন ডলার এ পৌঁছানো কোনো ব্যাপারই না। ই- লার্নিং