গুগল ডিজিটাল গ্যারেজ (Google Digital Garage) কি? ডিজিটাল স্কিল বৃদ্ধিতে এর ভূমিকা প্রযুক্তি শিক্ষা by খাতুনে জান্নাত আশা - September 9, 2021September 12, 20210 গুগল ডিজিটাল গ্যারেজ (Google Digital Garage) কি? ডিজিটাল স্কিল বৃদ্ধিতে এর ভূমিকা আপনি গুগল ডিজিটাল গ্যারেজ (Google Digital Garage) এর নাম শুনেছেন কখনো? চলুন দেখা যাক, গুগল ডিজিটাল গ্যারেজ (Google Digital Garage) কি, কেন, কিভাবে কাজ করছে এবং আমাদের কি লাভ এটা সম্পর্কে জেনে? গুগল বিশ্বের এক নাম্বার সার্চ ইঞ্জিন এবং টেক জায়ান্ট কোম্পানিগুলোর মধ্যে অন্যতম। এটি প্রতিনিয়ত আমাদের আপডেটেড সব প্রযুক্তিগত সুবিধা দেয়ার চেষ্টা করে যাচ্ছে, যা আমাদের জীবনযাত্রা সহজ করে দিচ্ছে। সবকিছুই এখন ডিজিটালাইজড হয়ে যাওয়ায় আমাদের জন্য সবচেয়ে জরুরী ডিজিটাল স্কিল বিল্ড আপ করা। আমরা যে প্রফেশনেরই হই না কেন, যে বিষয়ের স্টুডেন্টই হই না কেন, আমাদের জ্ঞান, দক্ষতা এবং কাজের প্রয়োগ এখন ডিজিটালাইজেশনের মাধ্যমেই বেশি করতে হচ্ছে। তাই ডিজিটাল স্কিলে এগিয়ে থাকা মানুষগুলোই বর্তমানে সব সেক্টরের প্রথম সারিতে অবস্থান