Intrapreneur and Intrapreneurship বলতে কি বোঝায়? Basic Knowledge বিজনেস শিক্ষা by খাতুনে জান্নাত আশা - August 26, 2021August 26, 20210 Intrapreneurship!!! সাধারণত Entrepreneurship শব্দটার সাথে আমরা সবাই পরিচিত। তবে Intrapreneurship শব্দটা কিন্তু খুব একটা পরচিত নয়। এর মানেই বা কি? বাংলা ডিকশনারি খুঁজে এর মানে বের করতে চাইলে আপনাকে হতাশই হতে হবে। কারণ আমি এর বাংলা অর্থ খুঁজে পেলাম না কোথাও। শব্দ দুইটায় কিন্তু বেশ মিল পাওয়া যাচ্ছে, শব্দের গঠন আর উচ্চারণ প্রায় কাছাকাছি। তবে কি দুটোর মাঝে অর্থেরও মিল আছে? এটাই আমরা এখন জানব! Entrepreneurship Vs Intrapreneurship (Basic idea) সহজভাবে বলা যায়, যখন কেউ নতুন কোনো ইনোভেটিব আইডিয়ার প্রতিফলন ঘটাতে রিস্ক নেয় এবং নিজ অর্থায়নে কোনো নতুন বিজনেস বা উদ্যোগ শুরু করে তখন তাকে আমরা বলি Entrepreneur আর তার এই কার্যক্রমটাকে বলি Entrepreneurship. মানে যিনি Entrepreneur, তিনি নিজেই নিজের বস। তার কাজে হস্তক্ষেপ করার বা তাকে আদেশ নির্দেশ দেয়ার কেউ নেই। সে স্বাধীনভাবে কাজ করে যায়। আর তাই
বিজনেস প্ল্যান (Business Plan) কেন জরুরী? Basic Knowledge বিজনেস by খাতুনে জান্নাত আশা - August 12, 2021August 12, 20212 সেদিন দুজন মাঝি মাছ বিক্রি করতে এসেছে। ছোট ছোট মাছ লাফাচ্ছে দেখে আমার আর তর সইলো না। হুট করেই বললাম একশ টাকার আমাকেও দেন। নিয়ে বাড়ি এসে মনে পড়লো আমার মা তো বাসায় নেই এই মাছ কাটবে কে!! ফলাফল স্বরূপ নাক মুখ বন্ধ করে সেই মাছ কাটলাম।মাছের গন্ধে বারবার বমি হচ্ছে আমার, যার কারণে আবার বমির ঔষধ ও খেতে হয়েছে। ছোট ছোট কাজিনরা বারবারই বলছিলো, সেজন্যই ভেবে কাজ করতে হয়। মোড়াল অব দ্য স্টোরি এটাই, যাই করি না কেন ভেবে করতে হবে। বিজনেস প্লেন নিয়ে লিখবো আজ তাই আমার পরিণতির গল্প বললাম। এখন বলবো বিজনেস প্ল্যান (Business Plan) নিয়ে। বিজনেস প্ল্যান (Business Plan) আমরা যেকোন কাজ করার শুরুতে ওই কাজকে ঘিরে যে চিন্তা গুলো করে থাকি তাই প্লান। বিজনেস প্ল্যান (Business Plan) বলতে একটি