খান একাডেমি-বিশ্বমানের অনলাইন শিক্ষা প্লাটফর্ম Blog মোটিভেশনাল সংবাদ by খাতুনে জান্নাত আশা - August 2, 2021August 2, 20210 "ইউটিউব? সে তো বিড়ালের পিয়ানো বাজানো ভিডিও, আর বিনোদনের জায়গা, সেখানে পড়ালেখার ভিডিও আবার কেউ দেখে নাকি?" বন্ধুদের থেকে ইউটিউবে ভিডিও বানিয়ে দেয়ার পরামর্শ পেয়ে এমনই মন্তব্য করেছিলেন "খান একাডেমি" র প্রতিষ্ঠাতা আমেরিকান বাঙালি সালমান খান। ওই তো কিছু লোক যেমন Razib Ahmed (ই-ক্যাব এর ফাউন্ডার প্রেসিডেন্ট) স্যারের ফেসবুক স্টাডি স্ট্রাটেজি নিয়ে মন্তব্য করে-"ফেসবুক তো ট্রলিং, আর ফানি ভিডিও দেখার জায়গা, এখানে আবার পড়াশোনা হয় নাকি!" এই হয় নাকি প্রশ্নোত্তরের উত্তরটাকে নিজেই পজিটিভ করে দিতে পেরেছিলেন সালমান খান। মনে পরে, আমি খান একাডেমি আর সালমান খান সম্পর্কে নিউজপেপারে পড়েছিলাম সেই স্কুলে পড়ি সময়। তখনও এটা এতোটাও আলোড়িত হয় নি বিশ্বে। সালমান খান এটা শুরুর জার্নিটা শেয়ার করেছিলেন সেই আর্টিকেলে। ঘটনাটা ছিল এমন- ২০০৪ সালের কথা। ওর এক কাজিন অঙ্কে বেশ কাঁচা, এ নিয়ে খুব চিন্তিত হয়ে