How to create a Company by Steve Jobs বিজনেস মোটিভেশনাল by খাতুনে জান্নাত আশা - July 31, 2021July 31, 20212 It’s a summary of a speech delivered by Steve Jobs, the founder of Apple Inc. অনেকেই কোম্পানি শুরু করতে চায় যাস্ট অনেক টাকা উপার্জন করার উদ্দেশ্যে, কিন্তু এ ধরনের উদ্দেশ্য নিয়ে কেউ সফল হতে পারে না। একটা কোম্পানি করতে চাওয়ার পেছনের মোটিভ শুধুমাত্র টাকা উপার্জন হতে পারে না! কোম্পানি গড়ে তোলার ক্ষেত্রে তারাই সফল হয়, যাদের একটা আইডিয়া আছে এবং সেই আইডিয়াটা তারা সারাবিশ্বের কাছে তুলে ধরতে চায়। • Steve Jobs এর মতে, একটা সফল কোম্পানি গড়ে তোলার জন্য করণীয়- 1) You Have to be Passionate: এটা ভীষণ চ্যালেঞ্জিং একটা কাজ! প্যাশন ছাড়া কোনোভাবেই এই কাজে সাফল্য সম্ভব না। যে কাজে ভালোবাসা আছে, আনন্দ আছে, সেই কাজের জন্য প্রচুর পরিশ্রম করা যায়, শতভাগ ডেডিকেশন দেয়া যায়, সেই কাজে সাফল্য না আসা পর্যন্ত টিকে থাকা সম্ভব।