”আমি চিরদিন সত্য আর ন্যায়ের পক্ষে। এই ছেলে মেয়েগুলোকেও সত্য আর ন্যায়ের পথে থাকার শিক্ষা দিন, বাস্তববাদী হতে শেখান। আমি আমার বাচ্চাদের এভাবেই মানুষ করছি। আমি চাই আমার স্কুলের ছেলে-মেয়েরাও একই শিক্ষা পাক। সত্য আর ন্যায়, শুধুই সত্য আর ন্যায়।” কোকটাউনের স্কুলকক্ষে মাননীয় সংসদ সদস্য টমাস গ্র্যাডগ্রাইন্ডের বলা এই কথাগুলোর মাধ্যমেই শুরু এই গল্পের। গ্রান্ডগ্রাইন্ডের জীবনে সত্য, সংখ্যা আর তথ্য ছাড়া আর কিছুরই কোনো মূল্য নেই। যা কাল্পনিক, বাস্তবে যা কিছুর অস্তিত্ব নেই এবং যা অর্থহীন এ সব কিছুই তার কাছে মূল্যহীন। তাই খেলাধুলা, বিনোদন সহ ইমোশনাল যে কোনো কিছু তাই তার কাছে কখনো পাত্তা পায় না। এমনকি ছেলেমেয়েদেরকে গল্পের বই পড়তে দিতেও নারাজ তিনি। গ্র্যাডগ্রাইন্ডের এক ছেলে, এক মেয়ে টম এবং লুইযা। লুইযা বড়, টম ছোট। তার শিক্ষা এবং আদর্শে ছেলেমেয়ে