Secondary Data Research in Bengali রিসার্চ by খাতুনে জান্নাত আশা - August 9, 20211 Secondary Data Research কখনো কখনো শুধু সেকেন্ডারি ডাটার উপর ভিত্তি করেই রিসার্চ করা হয়ে থাকে। Secondary Data বলতে বোঝায়, যে সব ডাটা আগে থেকেই কেউ সংগ্রহ করে রেখেছে, এনালাইসিস করে রেডি করে রেখেছে। সেই রেডি করা ডাটা থেকে তথ্য নিয়ে যখন রিসার্চ করা হয়, তখন তাকে আমরা সেকেন্ডারি ডাটা রিসার্চ বলতে পারি। ** Secondary Data গুলো আমরা কোথায় পাব? এখন মূলত যে কোনো টপিক নিয়ে গুগলে সার্চ করলে শত শত নিউজ, কন্টেন্ট, আর্টিকেল, জার্নাল, আগের করা রিসার্চ পেপার আর ওয়েবসাইট চলে আসে। তাছাড়া কোম্পানিগুলোর এনুয়াল রিপোর্ট, বিভিন্ন আর্টিকেল, ম্যাগাজিন ইত্যাদি অনেক কিছুই থাকে যেগুলো থেকে ইজিলি তথ্য নেয়া যায়। আবার বিভিন্ন বই এর হেল্প নেয়া হয়। এই সবকিছুর উপর ভিত্তি করে তথ্য নিয়ে রিসার্চ করা মানে সেকেন্ডারি সোর্স ইউজের মাধ্যমে রিসার্চ করা।