সিলিকন ভ্যালি (Silicon Valley) Blog প্রযুক্তি বিজনেস by খাতুনে জান্নাত আশা - July 27, 2021August 3, 20210 Dreamland for Start up Companies স্টার্টআপের জন্য স্বপ্নরাজ্য এই সিলিকন ভ্যালি, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে পুরো প্রযুক্তিবিশ্ব কে নেতৃত্ব দিয়ে যাচ্ছে। বিশ্বের টপলিস্টেড সব প্রযুক্তি প্রতিষ্ঠানের আবাসস্থল এবং বিখ্যাত সব ডাটা সেন্টারগুলোও সেখানে। এমন কোনো প্রযুক্তি প্রতিষ্ঠান নেই, যা এই সিলিকন ভ্যালি কেন্দ্রীক না। সিলিকন-চিপ উদ্ভাবন এবং বাজারজাতের শুরুটা সেই শহর থেকেই হয়েছিল বলেই আসলে এর নাম সিলিকন ভ্যালি রাখা হয়, যা গুগল, ফেসবুক, ইয়াহু, ইবে, মাইক্রোসফট, আমাজন, এডোবি, ওরাকল, ইন্টেল, টুইটার, পেপাল, ডেল, সনি, ইউটিউব সহ সব বাঘা বাঘা প্রযুক্তি কোম্পানিগুলোর স্বর্গরাজ্য। বাংলাদেশেরও প্রযুক্তিভিত্তিক সফল স্টার্টআপ রয়েছে সিলিকন ভ্যালিতে, বিজেআইটি গ্রুপ নামক মাল্টিন্যাশনাল আইটি কোম্পানি এটা, বাংলাদেশ, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, জাপানেও এর অফিস রয়েছে। সিলিকন ভ্যালির সাফল্যের অন্যতম রহস্য হলো, এই শহর কখনো ঘুমায় না। বছরের ৩৬৫ দিনই রাতদিন ২৪ ঘন্টা এখানে প্রযুক্তি নিয়ে