Types of Errors in Survey Research রিসার্চ শিক্ষা by খাতুনে জান্নাত আশা - August 19, 20211 Errors in Survey Research সার্ভে রিসার্চের ক্ষেত্রে কিছু ভুল থেকেই যায়। শতভাগ নির্ভুল এনালাইসিস করা সম্ভব হয় না বিভিন্ন কারণে, তবে সর্বোচ্চ নির্ভুল রেজাল্ট পাওয়ার চেষ্টা সব সময় থাকে এবং রিসার্চের শেষে একুরেসি মেজার করা হয় যে, কত পার্সেন্ট সঠিক রিসার্চ রেজাল্ট রিসার্চার বের করতে পেরেছে। প্রধানত রিসার্চ এর Survey Error কে দুই ভাগে ভাগ করা হয়। Random Sampling Error and Systematic Error ** Random Sampling Error: স্যাম্পল সাইজের উপর Random Sampling Error নির্ভর করে। স্যাম্পল সাইজ যত বেশি নেয়া হয়, ভুলের হার তত হ্রাস পায়। স্যাম্পল সাইজ সাধারণত ৪০০ এর কম নেয়া হলে তবে এই Error দেখা যায়। ৪০০ থেকে যত কম স্যাম্পল নেয়া হয় ভুলের হার তত বাড়ে এবং ৪০০ এর থেকে যত বেশি ধরা হয় ভুলের হার তত কমে যায়। ** Systematic
Primary Data Collection (Survey Research) রিসার্চ by খাতুনে জান্নাত আশা - August 10, 2021August 10, 20210 Research Methods for Collecting Primary Data (Survey Research) আমরা রিসার্চে অন্য কারো থেকে নেয়া তথ্যের ব্যবহার না করে, সরাসরি নিজে তথ্য সংগ্রহ করে রিসার্চ করলে সেটাকে বলা হয় Primary Research। সংগ্রহীত তথ্যগুলোকে তখন বলা হয় Primary Data. সাধারণত Survey পদ্ধতিতে প্রাইমারি ডাটা কালেক্ট করা হয়ে থাকে। আর সার্ভের প্রথমেই যা জানতে হবে- • Population: পপুলেশন হল সার্ভের টার্গেটেড অডিয়েন্স। (রিসার্চ নিয়ে একদম শুরুর লেখাগুলোতে আমি এটা নিয়ে লিখেছি। তবে বোঝার সুবিধার্থে আবার লিখছি।) পপুলেশন সিলেক্ট হবে সার্ভের টপিক অনুযায়ী। টপিকের সাথে সম্পর্কিত সবাই হবে পপুলেশন। যেমনঃ আপনি কোনো একটা কোম্পানির এমপ্লয় পারফরমেন্স নিয়ে রিসার্চ করতে গেলে, সেই কোম্পানিতে যত এমপ্লয় আছে সবাই হবে সার্ভের পপুলেশন। একদম ম্যানেজমেন্ট লেভেলের এমপ্লয় থেকে সাধারণ কর্মচারী লেভেলের এমপ্লয় পর্যন্ত। • Sample survey: সার্ভের স্যাম্পল হলো পপুলেশনের সাবসেট। মানে পপুলেশনের একটা