লরা ইঙ্গলস ওয়াইল্ডারের “ফার্মার বয়” লেখিকার স্বামী আলমানযোর ছোটবেলার এক বছরের স্মৃতি নিয়ে লেখা হয়েছে। লেখিকা তার আত্মজীবনীমূলক বই “লিটল হাউজ” সিরিজ এর জন্য বিখ্যাত। এই সিরিজেরই ২য় প্রকাশিত বই হলো “ফার্মার বয়”। সেই ১৮শতকে আমেরিকার কৃষক পরিবারগুলোর জীবনযাত্রা কেমন ছিল, তা বেশ স্পষ্টরূপে প্রকাশিত হয়েছে এই উপন্যাসে। সামারি নিউইয়র্ক স্টেটের উত্তরাঞ্চলের একটি খামার-বাড়িতে পরিবারের সাথে বাস করে ছোট্ট আলমানযো। তার বয়স মাত্র ৮ থেকে ৯ হতে চলেছে। তাই সে ভাই বোনদের সাথে সবেমাত্র স্কুলে যেতে শুরু করেছে, যদিও স্কুল তার খুব একটা পছন্দ নয়। এর থেকে বরং সে খামারি বাবার কাজের সঙ্গী হতেই বেশি ভালোবাসে। কিন্তু শীতকালীন সময়টা মাঠের কাজ সব বন্ধ থাকে বলে, এই সময়ে বাচ্চাদের স্কুলে পাঠায় খামারি মা-বাবারা। তাই বাধ্য হয়ে আলমানযোকে স্কুলে যেতেই হচ্ছে এখন। ৪ ভাই বোনের