কিশোর ক্লাসিক – “সিরগা” বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 14, 2021September 14, 20210 কিশোর ক্লাসিক - "সিরগা" রেনে জুইঅ এই কিশোর ক্লাসিকটি সভ্যতার বাইরের প্রকৃতিতে জন্ম নেয়া এক সিংহ কন্যা আর মানব পুত্রের গল্প। আফ্রিকার এক জঙ্গলে রাজত্ব করে তখন 'ওয়ারা' নামের এক সিংহী। আর ওই বনেরই আদিবাসী পোরগা গ্রামের দলপতি মোকো কাউরো। বনের অন্য প্রানীরা তো বটেই, এই আদিবাসী মানুষগুলোও ওয়ারা কে তাদের রানী মেনেই সাধারণ প্রজা হিসেবে বাস করে সেখানে। সেই সিংহী রানী ওয়ারা আর দলপতি মোকো কাউরোর স্ত্রী একিদিনে সন্তান জন্মদান করে। সিংহী ওয়ারা'র হলো মেয়ে যার নাম রাখা হল 'সিরগা' আর মোকো কাউরোর স্ত্রীর হল পুত্র যার নাম রাখা হল উলে। তারা একে প্রকৃতির খেলা বলে মেনে নিল, ভেবে নিল প্রকৃতি চায় সিংহী কন্যা আর মানবপুত্র একসাথে ভাই বোনের মতোই বেড়ে উঠবে। হলোও তাই- সিরগা আর উলে গভীর জঙ্গলে বন্ধুর মতো বেড়ে উঠতে লাগল