মোবাইল ফিনান্স (Mobile Finance) Basic Knowledge Blog বিজনেস by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 3, 20210 Mobile Finance কি? টাকা পয়সার লেনদেন এক সময় ব্যাংকে যাওয়া ছাড়া ভাবাই যেত না। আর এখন যে যেখানে যে অবস্থায় আছে, সেই অবস্থা থেকেই অর্থের বিনিময় করতে পারছে। এটা সম্ভব করেছে মোবাইল ফিনান্স, অর্থাৎ মোবাইলের মাধ্যমে অর্থের বিনিময়। ব্যাপারটা অনেক বেশি সহজ করে দিয়েছে আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটা কাজ কে। আমার মোবাইল ফিনান্সের ব্যবহার শুরু হয় ২০১৪ সালে ভার্সিটি ভর্তির পর। আব্বু ময়মনসিংহ থেকে ঢাকায় আমার প্রয়োজনীয় খরচের জন্য টাকা পাঠাবে, তাই আমি তখন একটা মোবাইল ফিনান্স মাধ্যমের প্রয়োজনীয়তা বোধ করি আর কাছের এক ডাচ বাংলা ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে আমার স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে একটা মোবাইল ব্যাংকিং একাউন্ট খুলি, যা পরবর্তীতে আমার সব ধরনের অর্থের লেনদেন সহজ করে দিয়েছিল। আব্বু কোনো একটা দোকানে যেত, যেখানে ডাচ বাংলার এজেন্ট ব্যাংকিং সুবিধা রয়েছে, সেখান