স্টোরি টেলিং- Story Telling (আমার গল্প) Basic Knowledge এডমিন ডায়েরি বিজনেস by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 3, 20212 একজন মেহেদী আর্টিস্টের গল্প (এই স্টোরি টেলিং টা করেছিলাম আসলে, আমি যখন পুরোদস্তুর একজন মেহেদী আর্টিস্ট বলে পরিচিত ছিলাম আমার শহরে। প্রায় দু'বছর কাজ করার পর হঠাৎ কোভিড এসে আমার প্রিয় কাজের সুযোগটা কেড়ে নিল। ময়মনসিংহ শহরে আমিই ছিলাম তখন প্রথম মেহেদী আর্টিস্ট। এখন অনেকে এই পেশায় এসেছে এবং খুব ভালো কাজ করছে। কিন্তু আমি প্রায় এই সার্ভিস দেয়া বন্ধই করে দিয়েছি বলা যায়! লাস্ট কবে প্রোফেশনাল আর্ট করেছিলাম মনে পরছে না। নিজের কাজগুলো দেখে নস্টালজিক হয়ে পরি বার বার। কারণ মেহেদী আর্ট খুব প্রিয় একটা কাজ আমার। 😊) ছবিতে আমার সেদিনের করা মেহেদী ডিজাইন আমি আশা, এমন একটা সেবা নিয়েই আমি কাজ করছি যা পুরোটাই আবেগ তাড়িত, আমার মতে এতে কোন যুক্তি দেয়া অমূলক। আমি মেহেদী আর্টিস্ট হিসেবে কাজ শুরু করার পর থেকে