ময়মনসিংহের ই-কমার্সে মাল্টা চাষে সম্ভাবনা আরিফা মডেল ই-কমার্স বিজনেস সংবাদ by খাতুনে জান্নাত আশা - July 26, 2021July 30, 20210 খাতুনে জান্নাত আশা, ময়মনসিংহ জেলা প্রতিনিধি, টেকজুম টিভি// মাল্টা একটি অর্থকরী ফসল। এটি ভিটামিন সি সমৃদ্ধ সুস্বাদু ফল, আমাদের দেশে এর জনপ্রিয়তা শীর্ষেই বলা যায়। মাল্টা সাধারণত পাহাড়ি এলাকায় বেশি জন্মায় বলে জানলেও বর্তমানে ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার সমতল ভূমিতেও এর চাষ হচ্ছে প্রচুর পরিমাণে। মাল্টার আদি উৎপত্তি স্থল আসলে ভিয়েতনাম, উত্তর পশ্চিম ভারত ও দক্ষিণ চীন, যা বিশ্বের সর্বমোট উৎপাদিত সাইট্রাস ফসলের দুই তৃতীয়াংশ এবং এটি বিশ্বে সর্বাধিক জনপ্রিয় সাইট্রাস ফল। বর্তমানে এই ফলটি বিশ্বের উষ্ণ ও অব–উষ্ণমণ্ডলীয় এলাকায় বেশী চাষ হচ্ছে। তাই বাংলাদেশে এই ফলটির চাষ এবং চাহিদা দিন দিন বেড়ে চলছে। কমলার তুলনায় এর অভিযোজন ক্ষমতা বেশী হওয়ায় এবং উন্নত জাত ও আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করে ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলের কৃষক এর চাষ করে সফল হচ্ছেন। প্রত্যন্ত গ্রামাঞ্চলে বিচ্ছিন্নভাবে