ময়মনসিংহের ঐতিহ্যবাহী শতবর্ষী মসজিদসমূহ- আরিফা মডেল আরিফা মডেল পর্যটন ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগ সংবাদ by খাতুনে জান্নাত আশা - August 24, 20210 ময়মনসিংহের ঐতিহ্যবাহী শতবর্ষী মসজিদসমূহ ‘কি যে এক আকর্ষণে, ছুটে যাই মুগ্ধমনে। কি নিশীথে, কি দিবসে মসজিদ পানে নদী ও পাখির গানে… ভূধরে, সাগরের জলে নির্ঝরণী কলকলে, আমি যেন শুনি সেই আযানের ধ্বনি’ কবি কায়কোবাদের এই অমীয় বাণী যেন “বায়তুল্লাহ বা আল্লাহর ঘর” মসজিদের প্রতি প্রতিটি ধর্মপ্রেমী মুসলিমের মনে মসজিদ আর সৃষ্টিকর্তার প্রতি তীব্র আকর্ষনেরই বহিঃপ্রকাশ। দৈনিক ৫ বার মধুর আযানের ধ্বনি লাখো আল্লাহ ভীরু মুসলিমকে চুম্বকার্ষনে টেনে নেয় পবিত্র বায়তুল্লাহ প্রাঙ্গণে আর মহান আল্লাহর আনুগত্যের ব্যবহারিক প্রশিক্ষণ ও সামষ্টিক আত্মনিবেদনের মাধ্যমে প্রশান্ত হৃদয় নিয়ে ফিরে আসে। বৃহত্তর ময়মনসিংহে প্রথম ইসলাম প্রচার করতে এসেছিলেন হযরত শাহ্ মুহাম্মদ সুলতান কমর উদ্দিন রুমি (রহ.)। ৪৪৫ হিজরি সন ও ১০৫৩ খ্রীস্টাব্দে এই অঞ্চলে আগমন ঘটেছিল তাঁর। সেই থেকেই ঈমান-ইবাদতের চেতনায় উজ্জীবিত হয় ময়মনসিংহ এবং এই জেলার বিভিন্ন অঞ্চলে তৈরী হয় মসজিদ।