ব্লকচেইন প্রযুক্তি(Blockchain Technology) কিভাবে কাজ করে? Blog প্রযুক্তি by খাতুনে জান্নাত আশা - August 14, 20211 ব্লকচেইন প্রযুক্তি(Blockchain Technology) কিভাবে কাজ করে? প্রথমে জেনে নেই, ** ব্লকচেইন মাইনিং(Blockchain Mining) কি? মাইনার(Miner) কারা? এক কথায়, ব্লকচেইনে কোনো একটা ট্রান্সেকশন বা তথ্য সংযুক্তির জন্য যে কনফার্মেশন প্রসেসটা কাজ করে, ভ্যারিফাই করে এবং তথ্যগুলোকে একটা ইউনিক হ্যাশ ফাংশনের মাধ্যমে লক করতে সাহায্য করে, সেটাই হচ্ছে মাইনিং। অর্থাৎ মাইনিং এর মাধ্যমেই কম্পিউটারে পাজেল টাইপের গাণিতিক সমস্যার সমাধান করে একটা ইউনিক হ্যাশ লক বের করে, যা দিয়ে ব্লককে সীল করে দেয়া যায়, যার ফলে সেই ব্লকে থাকা তথ্য কেউ দেখতে পায় না। হ্যাশ ফাংশন অনেকটা বারকোড এর মতো, স্ক্যান করার আগে কেউ বলতে পারেনা এর ভেতর কি কি তথ্য রাখা আছে। এই মাইনিং প্রসেসের মাধ্যমেই বিটকয়েনও উৎপন্ন হয়। একে মাইনিং বলা হয় কারণ এটা মাটির নীচ থেকে খনিজ পদার্থ উত্তোলনের মতোই কঠিন কাজ। কাজটা করে কিন্তু মাইনারদের