বেসিকের দিকে মন দিতে হবে- রাজিব আহমেদ মোটিভেশনাল by খাতুনে জান্নাত আশা - January 30, 2022January 30, 20220 রাজিব আহমেদ বা আমার নাম দিয়ে সার্চ করলে গুগলে যে সব রেজাল্ট আসে আমার সম্পর্কে তাঁর একটা বড় অংশই ই-ক্যাব আর বাংলাদেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির সাথে জড়িত। এর খুব সহজ কারন হল ২০১৪ সালের জুন থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত ৪৩ মাস ধরে ই-কমার্স অ্যাসোসিয়েশান অব বাংলাদেশ (ই-ক্যাব) এর ফাউন্ডার প্রেসিডেন্ট এবং প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট ছিলাম। এরপরেও ই-কমার্স এর সাথে আমার সম্পর্ক যেভাবেই হোক টিকে আছে। গুগল, ফেইসবুক, ইউটিউব যেখানেই সার্চ করা হোক না কেন, ই-কমার্স নিয়ে আমার অনেক পোস্ট, ইন্টারভিউ ইত্যাদি আছে। মজার ব্যপার হল- ই-কমার্স নিয়ে আমার কোন রকম প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট ছিল না, এখনো নেই। এমনকি আমি সেই অর্থে ই-কমার্স বিজনেস ম্যানও নই। তারপরেও ই-কমার্স নিয়ে আমার পরিচিতি, কাজ, সুনাম, অভিজ্ঞতা সব কিছুই অনেকের থেকে অনেক বেশি। যা করেছি নিজে