রিসার্চ/থিসিস/গবেষণা কি? কিভাবে করব? রিসার্চ শিক্ষা by খাতুনে জান্নাত আশা - September 4, 2021September 4, 20212 রিসার্চ/গবেষণা নিয়ে লেখার উদ্দেশ্য যে কোনো বিষয় পড়ার পর যখন সেটা আমরা লিখতে যাই, তখন নিজের ভাষায় সেটাকে রূপ দিতে অনেক বেশি ভাবতে হয়। আর তা যদি অন্যকে বোঝানোর উদ্দেশ্যে লেখা হয়, তাহলে আরও গভীরভাবে সেটাকে উপলব্ধি করতে হয়। তারপর একটা গুছানো লেখা বেরিয়ে আসে, যা পড়ে যে কেউ বেসিক একটা আইডিয়া বিষয়টা সম্পর্কে নিতে পারে। প্রথমত ঠিক এই কারণেই আমি Digital Skills for Bangladesh এ রিসার্চ নিয়ে লিখতে শুরু করেছিলাম। লিখতে গিয়ে আমার আইডিয়াও ক্লিয়ার হচ্ছে, আবার যারা পড়ছে তারাও রিসার্চ, থিসিস বা গবেষণা নিয়ে জানতে পারছে। আর আমি যেহেতু শিক্ষক না, শিক্ষানবিশ একজন, তাই আমার লেখার ভাষা খুব সাধারণ, যা আমার মতো শিক্ষার্থীদের বোধগম্য হবে সহজেই। রিসার্চ নিয়ে ভালো ভাবে শিখতে হলে আপনাকে মাস্ট ইংরেজিতে পড়তে হবে। আপনি ইন্টারন্যাশনাল বইগুলোই পড়েন,