বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং(University Ranking) এবং আমাদের শিক্ষাব্যবস্থা Blog রিসার্চ সংবাদ by খাতুনে জান্নাত আশা - August 14, 2021August 15, 20210 ** এডুকেশন সেক্টরে রিসার্চের উপর গুরুত্বারোপ করা জরুরী ** QS University Ranking 2021 অনুসারে- ** টপ ১০০০ এর মাঝে বাংলাদেশের "ঢাকা ইউনিভার্সিটি" আর "বুয়েট" ছাড়া কোনো ইউনিভার্সিটি নেই। তার উপর এই দুইটাই সিরিয়ালে ৮০০ এর পরে। ** আর এশিয়ার টপ ৬০০ ইউনিভার্সিটির মাঝে বাংলাদেশের ১০টা মাত্র ইউনিভার্সিটি রয়েছে, যার মধ্যে ৩টা মাত্র পাবলিক ইউনিভার্সিটি (ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, কুয়েট) আর বাকিগুলো সব প্রাইভেট ইউনিভার্সিটি!! কেনো গ্লোবাল রেঙ্কিং এ পিছিয়ে আছি আমরা!! এই QS অর্গানাইজেশন নির্দিষ্ট কিছু বিষয়ের উপর নির্ভর করে রেঙ্কিং করে থাকে। যেমনঃ ** একাডেমিক রেপুটেশন(৩০%)ঃ বাংলাদেশের ইউনিভার্সিটিগুলো বিভিন্ন নেগেটিভ ইস্যুর কারণে এদিক থেকে অনেক বেশি পিছিয়ে আছে। প্ল্যাগারাইজড রিসার্চ পেপার, ফেইক পিএইচডি ডিগ্রী, দুর্নীতি, পলিটিকাল ইনস্ট্যাবিলিটি ইত্যাদি অনেক কারণে প্রায়ই নেগেটিভ ইস্যুর জন্যই পেপারে এদের বেশি দেখতে পাওয়া যায়!! ** ডিগ্রী নিয়ে বের হওয়া গ্রেজুয়েটদের জবে যোগদান(২০%)ঃ মানে কোন ভার্সিটি