ফাইবার অপটিক ক্যাবল (Fibre-Optic Cable) কি? Blog প্রযুক্তি by খাতুনে জান্নাত আশা - August 3, 2021August 3, 20210 অপটিক্যাল ফাইবার কি? এটি কীভাবে কাজ করে? এটা সহজ ভাষায়- ডিজিটাল ডাটা বহনকারী পাইপ। এই যে পুরো বিশ্বটা এখন হাতের মুঠো থেকে আমাদের আঙুলের ডগায় চলে এসেছে, ইন্টারনেট জগতে প্রতি মুহূর্তে এতো এতো তথ্য বিনিময় করছি আমরা, কীভাবে হচ্ছে এসব! এতো দ্রুত ডাটাগুলো কিভাবে ট্রান্সফার হচ্ছে, মাধ্যম কি? বলতে পারেন হয়ত তরঙ্গের মাধ্যমে। হ্যাঁ অবশ্যই তরঙ্গের মাধ্যমেই। মোবাইলে আমরা কথা বললে তা এক মোবাইল থেকে আরেক মোবাইলে পৌঁছে ওয়্যারলেস এবং অদৃশ্য রেডিও তরঙ্গের মাধ্যমে। তবে ফাইবার অপটিক ক্যাবল ভিন্নভাবে কাজ করে। এটা প্রথমে কোনো একটা তথ্যকে কোডে পরিণত করে, যা আলোক কণার মাধ্যমে কোনো একটা কাঁচের বা প্লাস্টিকের পাইপের মধ্য দিয়ে ছুড়ে দেয়া হয়। ফাইবার অপটিক ক্যাবল অত্যন্ত পাতলা কাঁচ বা প্লাস্টিকের সমন্বয়ে তৈরী হয়ে থাকে। এই ক্যাবলের ভেতর মানুষের মাথার চুলের থেকেও দশগুন বেশি পাতলা তন্তু থাকে এবং