পাটের আঁশে “ফর্মুলা ওয়ান” রেসিং কার! প্রযুক্তি সংবাদ by খাতুনে জান্নাত আশা - August 23, 20212 পাটের আঁশে রেসিং কার!! পাট চিরদিনই আমাদের প্রধান অর্থকরী ফসল, যা সোনালী আঁশ বলে পরিচিত হয়ে এসেছে, অনেক সম্ভাবনা এর মাঝে সুপ্ত বলেই। আমাদের কাজ শুধু এর সুপ্ত গুণগুলোর বিকাশে চেষ্টা করা। আমি স্পেশালি পাটশিল্প নিয়ে সব সময়ই স্বপ্নে বিভোর থাকি। কারণ পাট নিয়ে যতবার পড়তে গিয়েছি, লিখতে গিয়েছি, এই শিল্পের সম্ভাবনাগুলো আমাকে মুগ্ধ করেছে, অনেক বেশি আশা জাগিয়েছে। কয়েকটা কন্টেন্ট আর্টিকেলই আমি লিখেছি এই শিল্প নিয়ে। তবে দুঃখিত হয়েছি এই ভেবে যে, পাটশিল্প নিয়ে সিরিয়াসভাবে কাজ করার লোক কম। ক্ষুদ্র পরিসরে, ক্ষুদ্র উদ্যোক্তারা নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছে। আশা করছি এক সময় এই ক্ষুদ্র উদ্যোগগুলো থেকেই বিশালতা পাবে এই শিল্প। এখন আসি পাটের আঁশের রেসিং কারের কথায়! শিরোনাম সবাইকে হয়ত অবাক করেছে, তবে সত্যিই এমন অভাবনীয় উদ্ভাবনই করেছেন বাংলাদেশের খুলনা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি