স্টোরি টেলিং|| পার্সোনাল ব্র্যান্ডিং || বিজনেস প্রমোশন Basic Knowledge বিজনেস by খাতুনে জান্নাত আশা - September 1, 20210 বেশ অনেকদিন আগে লিখেছিলাম লেখাটা। ব্লগে শেয়ার করছি আজ, কারণ এর মাঝে কিছু মেসেজ আছে যা পড়ে শেখার মতো কিছু পাবে পাঠক আশা করি। স্টোরি টেলিং, পার্সোনাল ব্র্যান্ডিং বা বিজনেস প্রমোশন যাই বলেন এটা একটা দারুণ উদাহরণ হতে পারে বলে আমার মনে হয়েছে, তাই শেয়ার করছি। ফেসবুকের একটা স্পন্সরড এড আমাকে এট্রাক্ট করতে সক্ষম হলো! আমি আনমনেই সেখানে ক্লিক করলাম আর ঢুকে গেলাম রকমারি'তে। দেখলাম সেটা একটা ভিডিও এড, যেখানে লেখক সাদাত হোসাইন কথা বলছেন। আশা করি এটা আমার ফ্রেন্ডলিস্টের অনেকেই অলরেডি দেখেছেন, কারণ সেই এড পোস্টে পরিচিত অনেকের রিএক্ট দেখতে পেয়েছি। আচ্ছা, এখন বলি সেই ভিডিও তে তরুন লেখক কি বলছিলেন। লেখক প্রথমে রকমারি.কম এর প্রশংসা দিয়ে উনার বক্তব্য শুরু করেছেন। একজন তরুন লেখক হিসেবে উনার ব্র্যান্ডিং এ রকমারি.কম কতটা হেল্পফুল ভূমিকা রেখেছে সেটাই উনি