আরিফা মডেল (Arifa Model) কি এবং কেন? Blog আরিফা মডেল ময়মনসিংহ শিক্ষা সংবাদ by খাতুনে জান্নাত আশা - August 19, 2021August 19, 20213 আরিফা মডেল (Arifa Model) কি এবং কেন? আরিফা মডেল(Arifa Model) হলো - ই-ক্যাবের ফাউন্ডার প্রেসিডেন্ট রাজীব আহমেদ (https://web.facebook.com/apurazib) স্যারের তৈরী একটা আদর্শ গাইডলাইন, যার যাত্রা শুরু হয়েছিল স্যারের তৈরী Digital Skills for Bangladesh (https://web.facebook.com/groups/digitalskillsbd) নামের ফেসবুক গ্রুপ থেকে। আরিফা মডেল কি ডিটেইলসে এই উত্তর দেয়ার আগে মডেল এর গুরুত্ব বলে নেই। • মডেল কি এবং কেন প্রয়োজন? মডেল হল কোনো কাজের ফ্রেমওয়ার্ক বা কাঠামো বা আদর্শ, যা ছবির মতো সব সময় চোখে ভেসে থাকবে আর সঠিক এবং নির্ভুল ভাবে কাজ করতে সাহায্য করবে। একটা মডেল যে কোনো কাজকে অনেকটাই সহজ করে দেয়, টার্গেটেড জায়গায় পৌঁছাতে হলে কোন কাজের পর কোন কাজ করতে হবে সেটার উপায় বলে দেয়। এটা একটা স্টেপ বাই স্টেপ প্রসেস। ছোট-বড় যে কোনো প্রজেক্ট কে সফল করতে হলে তাই মডেলের বিকল্প নেই। আর এজন্যই