প্রায় ৭ঘন্টা অফলাইনে ছিল ফেসবুক(Facebook) এবং এর সব ধরণের সার্ভিস সংবাদ by খাতুনে জান্নাত আশা - October 5, 2021October 5, 20210 Facebook was down for almost 7 Hours ফেসবুকের উপর আমরা কতটা ডিপেন্ডেন্ট গতকাল হয়ত আরও ভালো করে বুঝতে পেরেছি আমরা। আমাদের দেশে অবশ্য এর আগেও অনেকবার ফেসবুক অফ ছিল, আমরা মোটামুটি অভ্যস্ত এর সাথে। তবে নির্দিষ্ট কোনো দেশে ফেসবুক সার্ভিস নিরাপত্তার খাতিরে বা অন্য কোনো কারণে অফ থাকলে মানুষ কিন্তু অলটারনেটিভ ওয়ে বের করে ঠিকই ফেসবুকের সার্ভিস নিয়েই থাকে। সেদিক থেকে দেখলে এইবারের সমস্যাটা সম্পূর্ণ ব্যাতিক্রম। গত এক দশকের মাঝে এই প্রথম এতো দীর্ঘ সময়ের জন্য ফেসবুকের সব প্রোডাক্ট সার্ভিস ডাউন হয়ে অফলাইন অবস্থায় ছিল। ফেসবুক এপ, মেসেঞ্জার, হোয়াটস এপ, ইন্সটাগ্রাম সবই ডাউন হয়ে ছিল, 5xxx server error দেখাচ্ছিল। ইউএস টাইম সকাল ৮.৫০ মিনিট থেকে প্রথম ফেসবুকের টেকনিকাল সমস্যা দেখা দেয়, প্রায় ৭ঘন্টা পর দুপুর ৩.৩০ থেকে আবার অনলাইনে স্বাভাবিক ভাবে ফিরে আসতে