কিশোর ক্লাসিক- “প্রবাল দ্বীপ” বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 1, 20210 কিশোর ক্লাসিক- “প্রবাল দ্বীপ” রবার্ট ব্যালান্টাইন রালফ রোভারের পূর্বপুরুষরা সবাই ছিলেন সাগরপ্রেমী। তাই তার রক্তে ছিল সাগর জয়ের নেশা। সাগরের প্রতি গভীর টান তাকে মাত্র ১৫ বছর বয়সেই বাড়ি ছাড়া করেছিল জাহাজে চড়ে দূর সাগর পাড়ি দিয়ে অপার সৌন্দর্যঘেরা প্রবাল দ্বীপ স্বচক্ষে দেখার আকাঙ্ক্ষায়। রালফদের ‘অ্যারো’ নামক সৌদাগরি জাহাজ ভালোই চলছিল। জাহাজে সে নতুন দুজন বন্ধুকেও পেয়ে গেলো, নাম জ্যাক আর পিটারকিন। ঠিক প্রবাল দ্বীপটা যখন জাহাজ থেকে দেখতে পাওয়া গেল, ওই সমইয়টায়ই শুরু হলো প্রচন্ড ঝড়, এক নাগাড়ে ৫ দিন ঝড় হওয়ার পর জাহাজ আর এই ঝড়ের প্রকোপ সইতে পারছিল না, ক্যাপ্টেন অবস্থা বেগতিক দেখে জাহাজ থেকে দ্রুত নৌকা নামাতে বললেন। ক্যাপ্টেন আর কয়েকজন নাবিক নৌকায় চড়ে বসল, হঠাত এক ঢেউ এসে কোথায় যেন তলিয়ে দিল মানুষগুলো সহ নৌকাটাকে।এদিকে রোভার, জ্যাক আর পিটারকিন