কিশোর ক্লাসিক- “পুডনহেড উইলসন” বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 14, 20210 (২০২০ এর সেপ্টেম্বরে লিখেছিলাম।) অসুস্থ অবস্থায় গত দুই দিন বেহুশের মতো বিছানায় পরে থাকার পর আজ কিছুটা হুশ ফিরেছে, তবে উঠে বসার শক্তি এখনো ফিরে পাই নি। এতো বছর পর এভাবে একটানা বিশ্রাম খুব বোর করে দিচ্ছিল। ফোনের দিকেও তাকিয়ে থাকতে পারিনা বেশি সময়। কর্মহীন জীবনের এই বোরিংনেস দূর করতে তাই শুয়ে শুয়েই পড়তে শুরু করলাম একটা কিশোর ক্লাসিক। "পুডনহেড উইলসন" "পুডনহেড উইলসন" মানে হলো "গবেট উইলসন" এই উইলসনই হলো গল্পটার মূল চরিত্র, যাকে সবাই ২১ বছর ধরে গবেট নামে ডেকে এসেছে, অথচ এই গবেট লোকটাই কিনা দিন শেষে সব থেকে কঠিনতম সমস্যার সমাধান করে দিয়েছে। তবে এই গল্পটা থেকে মূল শিক্ষা হলো- "পাপ বাপকেও ছাড়ে না" পাপ করলে শাস্তি আপনাকে পেতেই হবে সেটা যখনই হোক, যেভাবেই হোক। গল্পটা ক্রীতদাস প্রথা প্রচলনের সময়টা নিয়ে লেখা। ** যুক্তরাষ্ট্রের মিসিসিপি