ই-কমার্সে ময়মনসিংহের পাটশিল্প সম্ভাবনা আরিফা মডেল ই-কমার্স বিজনেস ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগ সংবাদ by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 3, 20212 পাট কে বাংলাদেশের সোনালী আঁশ বলা হয়। ছোটবেলায় বই এর পাতায় বাংলা ইংরেজী রচনা পড়তে গিয়ে এই বাক্যগুলোর দ্বারাই প্রথম আমাদের দেশের ঐতিহ্যবাহী কৃষিপণ্য পাটের গুরুত্ব জানতে পেরেছিলাম। আর সৌভাগ্যক্রেমে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ব্রক্ষ্মপুত্র তীরবর্তী এক গ্রামে আমার দাদাবাড়ি থাকায়, সেখানে কেটেছে আমার ছোটবেলা, আর তাই পাটশিল্পের সেই স্বর্ণালীযুগের সাক্ষী হতে পেরেছিলাম আমি কিছুটা হলেও। পাটের সিজনে আমাদের গ্রামজুড়ে দেখা যেত উৎসবমুখর পরিবেশ, তবে বাতাস ভারী হয়ে যেত পাট জাগ দেয়ার তীব্র গন্ধে। তারপরও যখন রচনায় পড়া সেই লাইনগুলোর কথা মনে পড়ত যে, এই পাটই আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি , এই পাট এবং পাটজাতদ্রব্য রপ্তানী করে বাংলাদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করে, ঠিক তখন পাট পচা গন্ধটাও মধুর লাগত। পাট জাগ দেয়া হয়ে গেলে যখন পাটকাঠি থেকে একে আলাদা করে ফেলে রোদে শুকিয়ে পুরোপুরি