এগিয়ে যাচ্ছে নারী এগিয়ে যাচ্ছে দেশ Blog সংবাদ by খাতুনে জান্নাত আশা - July 26, 2021August 3, 20210 নারী ক্ষমাতায়ন এগিয়ে যাচ্ছে নারীরা, তাই এগিয়ে যাচ্ছে দেশ এবং বিশ্ব। বিশ্বায়নের এ যুগে নারী শুধু সৌন্দর্যের প্রতীক বিবেচ্য না হয়ে, জ্ঞানের প্রতীক বলেও প্রতিষ্ঠা পাবে এটাই কাম্য। ১৯৭৫ সালে ৮ মার্চ কে জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষনা করেছিল, সেই থেকে এই দিনটা সারাবিশ্বে নারীদের জন্য পালিত হয়। এই দিবসের মূল উদ্দ্যেশ্য সারবিশ্বে নারীদের অধিকার, সম্মান, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা। তবে বছরে এই একটা নির্ধারিত দিন নারীদের জন্য কতটা সুফল বয়ে আনে এটা খুব সুস্পষ্ট নয়, কারণ নারী হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার এ লড়াইটা প্রতিদিনের এবং এও অস্বীকার করার উপায় নেই যে, সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠার অন্যতম অন্তরায় নারী নিজেই। নারীদের ইচ্ছাশক্তির অভাব, চ্যালেঞ্জ নেয়া, জ্ঞানার্জন এবং আত্মোন্নয়নের সদিচ্ছার অভাবই পিছিয়ে রাখে অধিকাংশ নারীদেরকে। আর এর মাঝেও আবার কিছু নারী যারা নারী স্বাধীনতার