"বন-গেঁয়োরা ধান কেটে নেয় থাকতে মোরা গফর-গাঁয়ে, এই কথা আজ শোনার আগে মরিনি ক্যান গোরের ছায়ে?" পল্লীকবি জসীম উদদীনের 'নক্সী কাঁথার মাঠ' কাব্যগ্রন্থের খন্ড খন্ড অংশ আর সামারি বিভিন্ন সময় পড়া হলেও পুরো কাব্যগ্রন্থটা পড়ে শেষ করলাম মাত্র ক’দিন আগে। উদ্দেশ্য ছিল স্পেশালি আমাদের গফরগাঁও এর সম্ভাব্য জিআই (ভৌগোলিক নির্দেশক) পণ্যের রেফারেন্স খুঁজে বের করা। স্কুলে পড়ার সময় আমাদের প্রায় সবারই গল্পের নায়ক রুপাই এর সাথে পরিচয় ঘটেছিল পাঠ্যবই এর সংক্ষিপ্ত কবিতার মাধ্যমে। এর প্রেক্ষাপট পুরোটাই আমাদের গফরগাঁও এ জানলেও কাব্যগ্রন্থে সরাসরি গফরগাঁও এর নাম উল্লেখ আছে এটা জানতাম না। সেদিন পড়তে গিয়ে উপরের এই উক্তিটায় সরাসরি এর নাম খুঁজে পেয়ে খুব বেশি ভালো লাগছিল। সেই সাথে বনগাঁও আর মামুদপুর নামের দুই এলাকার নামও আছে, যেগুলো খুব পরিচিত নাম, চেনা অনেক মানুষ থাকে