দেশীয় পণ্যের প্রচারে লাইভ- রাজীব আহমেদ ই-কমার্স by খাতুনে জান্নাত আশা - September 27, 2021September 27, 20212 ৩১ মে, ২০২০ এ অনুষ্ঠিত Razib Ahmed স্যারের একটা লাইভের খন্ডচিত্র ছিল এটা। স্যারের মাধ্যমেই দেশীয় পণ্যের ই-কমার্স ইন্ডাস্ট্রির অগ্রযাত্রা শুরু হয়েছিল। দিন-রাত এক করে খেটেছিলেন স্যার এই ইন্ডাস্ট্রী দাঁড় করাতে, তাই আমার সর্বাধিক শ্রদ্ধাভাজন ব্যাক্তিত্ব তিনি। ৮ মে, ২০২০ তারিখে রাজীব আহমেদ স্যারকে পাই উইমেন এন্ড ই-কমার্স ফোরাম এবং ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশের মাধ্যমে। এরপর থেকে স্যারের প্রত্যেকটা লেখা এবং কথাই ছিল আমার গাইডলাইন। খুব বেশি মনোযোগ দিয়ে শুনতাম স্যারের প্রত্যেকটা লাইভ প্রোগ্রাম। তেমনি এক লাইভের পুরো সামারি করে উই আর ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশে পোস্ট করেছিলাম ৩১ মে, ২০২০ তারিখে। ১৬ মাস আগের লাইভ সামারি দেখছিলাম রেডিও ধ্বনি ৯১.২ এফ.এম এর আর.জে. সোহানা আপুর সাথে শ্রদ্ধেয় রাজীব স্যার আর খেস কন্যা প্রিয় নিগার আপুর লাইভ। অনেক অনেক কিছু শিখেছি আমি আজ। যারা