অনলাইন বিজনেসে ডেলিভারি চার্জ ফ্রি করবেন কেন? Uncategorized by খাতুনে জান্নাত আশা - February 7, 2022February 7, 20220 মানুষ কোটি কোটি টাকা খরচ করে গাড়ি কিনে, বাড়ি করে। কিন্তু সরকার নির্ধারিত কয়েক হাজার টাকা টেক্স, ভ্যাট থেকে বাঁচতে হাজারও ছল ছাতুড়ির আশ্রয় নেয়। এর কারণ কি? ব্যাপারটা আসলে যতটা না যৌক্তিক, তার থেকে বেশি সাইকোলজিকাল। সাইকোলজিকালিই মানব মস্তিষ্ক কোন এক্সট্রা চাপ সহ্য করতে পারেনা। তাই মস্তিষ্ক ভাবে যা খুশি একবারে নাও বাবা বাড়তি কিছু আর দিতে বল না। এজন্যই কিন্তু ডিরেক্ট আর ইনডিরেক্ট দুই পদ্ধতির টেক্স সরকার নির্ধারণ করে থাকে। আর ইনডিরেক্ট টেক্স থেকেই সরকারের উপার্জন বেশি হয়। ইনডিরেক্ট টেক্সের উদাহরণ হচ্ছে ভ্যাট- যা কোন জিনিস বা সেবার উপর আরোপ করে মূল দামের সাথে যোগ করে তারপর তার বাজার মূল্য নির্ধারণ করা হয়, যা ক্রেতাদেরকে আলাদাভাবে জানানোর প্রয়োজন পরে না। (কেউ আবার টেক্স ভ্যাট ফাঁকি দেয়ার পায়তারা করবেন না কিন্তু।
পিয়াসী- আমার উদ্যোগ, আমার স্বপ্ন।। খাতুনে জান্নাত আশা বিজনেস by খাতুনে জান্নাত আশা - October 3, 2021October 3, 20212 পিয়াসী- আমার উদ্যোগ, আমার স্বপ্ন আমি খাতুনে জান্নাত আশা। এটি যদিও আমার ব্যক্তিগত ব্লগ, কিন্তু আমি এখানে আমার ব্যক্তিগত কোনো তথ্য প্রায় শেয়ার করিনি বলা যায়। আর স্পেসিফিক একটা বিষয় নিয়েও লিখছি না, মূলত আমার এই ব্লগকে আমি বলি নলেজ শেয়ারিং ব্লগ। অর্থাৎ আমি যা পড়ি, যা শিখি, তার সবই নিজের ভাষায় এবং যতটুকু সম্ভব সহজ ভাষায় এই ব্লগে লিখি যেন যে কেউ এখানে এসে নতুন কিছু জানতে পারে, শিখতে পারে। তবে আজকের এই কন্টেন্টের উদ্দ্যেশ্য আমার ব্যক্তিগত উদ্যোগের সাথে সবাইকে পরিচিত করে দেয়া। হ্যাঁ, আমি একজন উদ্যোক্তা এবং নির্দিষ্ট করে বলতে গেলে বলা যায় - "দেশীয় পণ্যের উদ্যোক্তা"। কারণ আমার উদ্যোগ শুরু করার পেছনে মূল উদ্দ্যেশ্যই হল, আমাদের দেশের ঐতিহ্যবাহী পণ্যগুলোকে রিপ্রেজেন্ট করা। উদ্যোক্তা হওয়ার গল্প উদ্যোক্তা হওয়ার এই স্বপ্নের বীজ বোনা ছিল