কিশোর ক্লাসিক- দুঃসাহসী টম সয়্যার – মার্ক টোয়েন বুক সামারি & রিভিউ by খাতুনে জান্নাত আশা - September 15, 20210 কিশোর ক্লাসিক- দুঃসাহসী টম সয়্যার মার্ক টোয়েন প্রথম দুই পার্ট পড়েই থেমে এই অংশটুকু লিখতে বাধ্য হয়েছিলাম- দুষ্ট বালক টমও যে মানব চরিত্রের দুটো বড় সত্যকে আবিষ্কার করে ফেলেছে সেটা আপনাদেরকে জানাতে। টম এক কথায় দুষ্টের শিরোমনি। মা-বাবা নেই, খালার কাছে বড় হচ্ছে, কিন্তু খালা কোনো ভাবেই এই বেয়াড়া ছেলেকে বাগে আনতে পারে না। একদিন এক বুদ্ধি আটল খালা যে, টমকে কঠিন একটা কাজ দিবে যেন সে কোনোভাবেই পালিয়ে দুরন্তপনা করতে যেতে না পারে কাজ রেখে। যেই ভাবা সেই কাজ, খালা ওকে বাড়ির বেড়া রং করতে দিল। তো, টম সেই কাজ শুরু করার পর অনেক ফন্দি ফিকির করল সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য এবং এক সময় সফলও হলো। কিভাবে?! টম যখন বেড়ায় রং করছিল তখন ওর এক বন্ধু যাচ্ছিল ওই পথ দিয়ে। টম কে কাজ করতে